আনন্দপুরের শিশু রহস্য মৃত্যুকাণ্ডের পর্দাফাঁস। শিশুটিকে খুন করার অভিযোগে পুলিশের জালে শিশুটির বাবা। ছেলেকে খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত বিজয় বড়াল। মৃত শিশুটির দিদিমার অভিযোগের ভিত্তিতে বিজয়কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গোবরা কবরস্থান থেকে শিশুটির দেহ তুলে ময়নাতদন্ত করে পুলিশ। এরপরই শনিবার রাতে তিলজলা থেকে অভিযুক্ত বিজয় বড়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। স্বীকার করে, নিজের ছেলেকে খুন করেছে সে।
বিজয় জানিয়েছে, ঘটনার দিন বাড়িতে বসে মদ্যপান করছিল। সেই সময় ছেলে বাথরুমে যাবে বলে। কিন্তু একলা বাথরুমে যেতে চায়নি। বাবাকে সঙ্গে নিয়ে যাওয়ার জেদ ধরে। এরপর রাগের মাথায় সজোরে বাচ্চাটিকে চড় মারে অভিযুক্ত। তারপর দেওয়ালে মাথা ঠুকে দেয় সে। এরপর সম্বিৎ ফেরে বিজয়ের।
স্ত্রীকে ফোন করে অভিযুক্ত। স্ত্রীকে সঙ্গে নিয়ে ছেলেকে চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মাথা ঠান্ডা রেখে শিশুটির মৃতদেহ বাড়িতে নিয়ে দম্পতি। অভিযুক্তের স্ত্রী সোনি গল্প ফাঁদেন শিশুটির জলের বালটিতে পড়ে যাওয়ার।
প্রতিবেশীদের জানিয়েছিলেন, ছেলে বাথরুমের জলের বালতিতে পড়ে গিয়েছিল। তাতেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক পরীক্ষা করে জানান মৃত্যু হয়েছে ছেলের। এরপর রাতে গোবরা কবরস্থানে শিশুটিকে কবর দেওয়া হয়। তারপর গা ঢাকা দিয়েছিল ওই দম্পতি।