হাসপাতালে উঠে বসলেন অনিকেত। আইসিইউ-র অন্দর থেকে যে ছবি পোস্ট করলেন আর এক চিকিৎসক সন্দীপ সেন। আরজি করের প্রতিবাদে আমরন অনশন করার সময় বৃহস্পতিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন অনিকেত মাহাত। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি চিকিৎসাধীন। ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। অনিকেতের জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ডও।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অনিকেতের বেশ কয়েকটি রক্তপরীক্ষা করা হয়েছে। শরীরে পাঠানো হয়েছে আইভি ফ্লুইডও। অনিকেতের শারীরিক অবস্থা নিয়ে আর এক জুনিয়র ডাক্তার আশফাক-উল্লাহ-নাইয়া জানিয়েছেন, ঠিক সময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। না-হলে প্রাণঘাতী হতে পারত।
বৃহস্পতিবারই অনশন মঞ্চে অনিকেতের পরীক্ষার পর, তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন আরজি করের চিকিৎসক সৈকত নিয়োগী। তিনি জানিয়েছিলেন, অনশনের প্রভাবে অনিকেতের লিভার ও কিডনিতে প্রভাব পড়েছে। তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে। চিকিৎসকের পরামর্শ কার্যত উড়িয়ে অনশন মঞ্চেই বসে ছিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত। ফিরিয়ে দিয়েছিলেন যাবতীয় প্রস্তাব। কিন্তু বৃহস্পতিবার রাতেই তাঁর অবস্থা গুরুতর হতে আইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁর আরও কয়েকটি টেস্ট করা হবে। হবে একাধিক পরীক্ষা। তবে, তুলনায় আগের থেকে অনেকটাই ভাল আছেন অনিকেত। এমনটাই জানিয়েছেন আইসিইউয়ের চিকিৎসকরা।
এদিকে, হাসপাতালে অনিকেত। বাকি ছয় রয়ে গিয়েছেন অনশন মঞ্চে। কেমন আছেন তাঁরা ? শুক্রবার পরীক্ষার পর জানানো হয়েছে, তাঁরা কমবেশি সবাই খুবই দুর্বল। অনশনে প্রভাবে তাঁদের রক্তচাপ বেশ কমের দিকে। পেশিতে টান রয়েছে। মাথা ঘোরা এবং যন্ত্রণার সমস্যাও রয়েছে। শারীরিক ভাবে কিছুটা দুর্বলতা তৈরি হলেও অনশনকারীদের বক্তব্য, তাঁদের মনের জোর অটুট।