ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) হত্যার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে মিছিল ছাত্র সংগঠনগুলির। পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল পড়ুয়ারা। এন্টালিতে ছাত্র পরিষদের (Chatra Parishad) সদস্যদের পুলিশ বাধা দিলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই (SFI) পড়ুয়ারাও আনিস খানের হত্যার প্রতিবাদে পথে নামলেন। ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে হাঁটেন এসএফআই কর্মীরা। সুবিচার চেয়ে আলাদা মিছিলে শামিল হন বিশিষ্ট ব্যক্তিরাও।
রবি ও সোমবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সোমবার এন্টালির কাছে মিছিল আটকে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছাত্র পরিষদের। তাতেই দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় । আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি। ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে। রবিবারও এসএফআইয়ের বিক্ষোভ মিছিলে অশান্তি ছড়িয়েছিল হাওড়ার আমতা থানায়। থানার সামনে গার্ডরেল ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন পড়ুয়ারা। পুলিশের বাধা পেরিয়ে ঢোকার চেষ্টা করাতে খণ্ডযুদ্ধ হয়।
আরও পড়ুন: হাইকোর্টে আনিস মামলা, ছাত্রনেতার বিরুদ্ধে ছিল পকসো ধারা, দাবি পুলিশ সুপারের
অন্যদিকে, বিশিষ্ট ব্যক্তিরাও এদিন কলকাতার রাস্তায় আনিস খান হত্যার বিচারের দাবিতে মিছিলে শামিল হন। একুশে ফেব্রুয়ারি, ভাষা দিবসের মিছিলে হাঁটতে বাম সমর্থিত বিশিষ্ট ব্যক্তিরা আনিস খানকেই সামনে রাখলেন। তাঁদের ফেস্টুনে লেখা, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। তার পাশে আনিস খানের ছবি। মিছিলের মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফুয়াদ হালিম, অভিনেতা দেবদূত ঘোষ, বাদশা মৈত্র।