ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত (Postmortem) হবে। সোমবার সকাল ৮টায় কবর থেকে তোলা হবে তাঁর দেহ। রবিবার আনিসের পরিবারকে নোটিস দিয়েছে SIT। এই বিষয়ে কোনও আপত্তি জানায়নি আনিসের পরিবার।
আনিসের দাদা সাবির খান বলেন, "তাঁরা জানান, আমরা আগেই বলেছিলাম, সোমবার দেহ কবর থেকে তোলা হোক। বাবা অসুস্থ থাকায় সময় চেয়ে নিয়েছিলাম।" তবে দেহ তোলার সময় বিচারক ও আইনজীবীকে উপস্থিত থাকবে হবে বলে জানিয়েছেন তিনি।
কলকাতা হাইকোর্ট (High Court) আগেই আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। শুক্রবার রাতে SIT আনিসের পরিবারকে নোটিস দেয়।আদালতের নির্দেশে কবর থেকে দেহ তুলতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। শনিবার দেহ তোলার সময় উপস্থিত ছিলেন বিডিও এবং বিএমওএইচ। মাইকিং করে জানানো হয়, আনিসের দেহ তোলা হবে। কিন্তু আনিসের দেহ তুলতে এলেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ফলে আনিসের দেহ না তুলেই ফিরে যেতে বাধ্য হন তাঁরা।
আরও পড়ুন: আদালতের নির্দেশে আনিসকাণ্ডে ধৃত ২ জনের ১২ দিনের পুলিশ হেফাজত
আনিসের আত্মীয়-প্রতিবেশী এবং গ্রামবাসীরা জমায়েত হয়ে অভিযোগ করেন, আগে আনিসের বাবার সঙ্গে কথা হয়েছে পুলিশের। তাঁরা সোমবার দেহ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তা হলে শনিবার ভোরে কেন পুলিশ এল?
টুইট করে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজ্য পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, "মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে শনিবার আনিস খানের দেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। তাঁদের সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেটও। আদালতের নির্দেশ অমান্য করে তাঁদের কাজে বাধা দেওয়া হয়েছে।"