জামিন পেলেন না রোদ্দুর রায়। আরও সাতদিন জেলেই থাকতে হবে ইউটিউবারকে। দুটি আলাদা মামলায় ২০ জুন পর্যন্ত তাঁকে পুলিশ ও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্দেশে কুমন্তব্য করা নিয়ে মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। হেয়ার স্ট্রিট থানায় এই মামলা দায়ের করা হয়। এর ভিত্তিতেই গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। ২০২০ সালে মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলে ভিডিয়ো আপলোড করেন রোদ্দুর রায়। সেই নিয়েই এদিন ব্যাঙ্কশাল কোর্টে নতুন করে মামলা হয়।
মঙ্গলবার পুলিশি হেফাজত বাড়বে কিনা, তা নিয়ে মামলার শুনানি হয়েছিল। কিন্তু মামলা ওঠার আগে আরও একটি মামলা ওঠে রোদ্দুরের নামে। দু বছর আগে বটতলা থানায় এই মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানি হয়। সেখানেই বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১১৩ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ জনের
রোদ্দুর রায়ের বেশ কয়েকটি ইউটিউব ভিডিয়ো নিয়ে আপত্তি ছিল। বটতলা থানায় অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগকারী জানান, রোদ্দুরের ওই ভিডিয়ো তাঁর অশ্লীল মনে হয়েছিল। মঙ্গলবার ওই মামলারও শুনানি হয়। মঙ্গলবার ওই মামলায় রোদ্দুর বিচারকের এজলাসে ছিলেন না। পরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য করার মামলার শুনানি শুরু হয়। কিন্তু এই মামলাটিতেও জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বিচারক জানান, মামলার নির্দেশ স্থগিত রাখা হয়েছে।