ফের ডেঙ্গিতে মৃত্যু। শহরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধার। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ আছে। অন্য রোগেও ভুগছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পরেশ সাউ। তাঁর বয়স ৬৩। তিনি পশ্চিম বড়িশার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত অব্যহত। সরকার এই নিয়ে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি। দক্ষিণ দমদম পুরসভায় ডেঙ্গিতে মৃত্যুর হার সবথেকে বেশি।