ডেঙ্গিতে মৃত্যু অব্য়াহত। এবার বেলেঘাটার আইডি হাসপাতালে মৃত্যু হল এক যুবতীর। তাঁর বাড়ি বারাসতে। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন ওই যুবতী। জ্বর না কমায়, তাঁকে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতে তাঁর মৃত্য়ু হয়েছে। ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্য়বধানে ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় মারা গিয়েছেন তিন জন। এর আগে, রাজারহাটে দুই মহিলার মৃত্য়ু হয়েছিল।
গত কয়েকদিন আগেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ স্বীকার করেছিলেন শহরে ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ কাউন্সিলররা। তাঁর দাবি ছিল, তিন মাস আগে এই ব্য়াপারে বৈঠক করেও কোনও ফল হয়নি। তাঁর অভিযোগ ছিল, বার বার নির্দেশ দেওয়ার পরেও এলাকায় ঠিক মতো নজরদারি নেই। তার জেরেই উত্তর থেকে দক্ষিণে বাড়ছে ডেঙ্গির প্রকোপ।
বিশেষজ্ঞদের দাবি, পুরো নভেম্বর মাসটাই ডেঙ্গির দাপট সহ্য করতে হবে। কারণ, বাংলায় এবং কলকাতায় জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। এরমধ্যে সোমবার রাজ্যে সাড়ে তিন হাজারের বেশি ডেঙ্গি পরীক্ষা হয়েছে। যার মধ্য়ে আক্রান্ত প্রায় ৬০০ জন। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় উদাসীন রাজ্য।