স্বস্তি অনুব্রত মণ্ডলের। ভোট পরবর্তী হিংসার মামলায় তাঁর রক্ষাকবচ আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। গরুপাচারের মামলায় ইতিমধ্যেই গ্রেফতার অনুব্রত মণ্ডল। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে নিজেদের হেফাজতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অনুব্রতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কলকাতা হাই কোর্টেও আবেদন করেছিল সিবিআই। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। এরপরই শীর্ষ আদালতে আবেদন করে সিবিআইয মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আপাতত রক্ষাকবচ বহাল থাকবে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন এখনও নির্দিষ্ট করেনি শীর্ষ আদালত।
আরও পড়ুন: ১৫০০ টাকা ধার রয়েছে, বাইকের সঙ্গে হাত বেঁধে ২ কিলোমিটার দৌড় করানো হল তরুণকে
ভোট পরবর্তী হিংসা মামলা সংক্রান্ত পূর্ণাঙ্গ শুনানি চায় সুপ্রিম কোর্ট। তবে তদন্ত ততদিন নিজের গতিতেই চলবে। যতদিন না পূর্ণাঙ্গ শুনানি শেষ হচ্ছে ততদিন অনুব্রতর এই রক্ষাকবচ বহাল থাকবে।