সিবিআই দফতরে হাজিরা দিতে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বেরোন বীরভূমের জেলা সভাপতি। ১০টা নাগাদ সিবিআই (CBI Office) দফতরে পৌঁছন তিনি। বুধবারই সিবিআই দফতরে হাজিরার কথা জানান অনুব্রত। অনুব্রতের আইনজীবীরা এই নিয়ে সিবিআই দফতরে মেল করেছেন বলেও খবর। গরুপাচার কাণ্ডের তদন্তে (Cow Smuggling Probe) অনুব্রত মণ্ডলের জন্য সাত পাতার একটি প্রশ্নপত্রও তৈরি করেছেন সিবিআই আধিকারিকরা।
অনুব্রতের আইনজীবী মারফৎ মেল পাওয়ার পর সকাল সাড়ে ১০টায় সময় দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে। কিন্তু সময়ের আধঘণ্টা আগেই সিবিআই দফতরে হাজির হন অনুব্রত। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারেননি। বুধবার পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দফতরে হাজিরা দেন। সেখানে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তারপরই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চের রায়েই আস্থা ডিভিশন বেঞ্চের, সিবিআই তদন্তের নির্দেশ বহাল
গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে বীরভুমের জেলা তৃণমূল সভাপতিকে তলব করেছিল সিবিআই। ওই দিনই শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই মর্মে তিনি চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। হাসপাতাল থেকে ছুটির পর সিবিআইকে তিনি চিঠি দিয়ে জানান যে, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন।