তিনি সিবিআইয়ের সঙ্গে আছেন। ১০০ শতাংশ সহযোগিতা করছেন। তাঁর বেনামে কোনও সম্পত্তি নেই। শনিবার কলকাতা থেকে আসানসোল রওনা হওয়ার আগে নিজাম প্য়ালেসে ভিড়ে ঠাসা সংবাদমাধ্য়মের সামনে এই দাবি গুলো ভাসিয়ে দিলেন গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিনই তাঁর সিবিআই হেফাজত শেষ হয়েছে। সকাল সোয়া সাতটা নাগাদ অনুব্রতকে নিজাম প্য়ালেস থেকে বার করে সিবিআই।
গত কয়েকদিনের দীর্ঘ তল্লাশিতে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্য়াকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে ইতিমধ্যে দাবি করেছে সিবিআই। শুক্রবার বোলপুরের চালকলে তল্লাশিতে উদ্ধার হয়েছে বিলাসবহুল পাঁচটি গাড়ি। এরমধ্যে একটি গাড়িতে সাঁটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার। তার মধ্য়েই এই নিয়ে দ্বিতীয়বার নিজেকে নির্দোষ বলেই দাবি করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি।