বৃহস্পতিবার সিবিআই হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) যেতে পারেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। বেলা ১২টা নাগাদ তাঁকে তলব করেছেন সিবিআই আধিকারিকরা। রাজ্যে ভোট পরবর্তী হিংসার কারণে তাঁর ভূমিকা জানতে অনুব্রতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বুধবারই বীরভূমের বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। গত শুক্রবার গরুপাচার মামলায় নিজাম প্যালেসে ডাকা হয় তাঁকে। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান তিনি। জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। বৃহস্পতিবার বেলা ১২টার সময় তাঁকে তলব করেছে সিবিআই (CBI)। এবার ভোট পরবর্তী হিংসাতে তাঁর ভূমিকা কী, তা জানতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারেন অনুব্রত।
আরও পড়ুন: 'যতটা দুঃখ, ততটাই লজ্জা', কেকে-র মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি চিকিৎসকের পোস্টে
এর আগে নিজাম প্যালেসে সিবিআই জেরার সম্মুখীন হন তিনি। গরুপাচার কাণ্ডে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই আধিকারিকরা। এবার ভোট পরবর্তী হিংসায় তাঁর ভূমিকা কী, তা জানতে চেয়ে তলব করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।