বোলপুরে জমি জবরদখলের(Land grabbing in Bolpur) অভিযোগ উঠল অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের(Aparna Sen) বিরুদ্ধে। সুরুল এলাকায় অভিনেত্রীর বাড়িটি জমি দখল করে বানানো, অভিযোগ অপর্ণার দুই প্রতিবেশীর। ইতিমধ্যেই বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তিরা। অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগই খারিজ করেছেন অপর্ণা(Actress Aparna Sen)।
জমি দখলের অভিযোগ নিয়ে অভিনেত্রীর(Aparna Sen) তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘‘রাবিশ!’’ একই সঙ্গে, অপর্ণা বললেন, ‘‘যতই কম বলা যায়, ততই গুরুত্ব দেওয়া হয় এদের! সবাই জানে আমার বাবা প্রয়াত চিদানন্দ দাশগুপ্ত ৪০ বছর ধরে এই জমিতেই বসবাস করেছেন। সুতরাং, আমার আর নতুন করে কিছু বলার নেই। শ্রদ্ধেয় অমর্ত্যদাকেও(Amartya Sen) এই ভাবে দোষারোপ করা হয়েছিল। বাজে লোকের কি অভাব আছে পৃথিবীতে?’’
আরও পড়ুন- Minor Girl Raped in UP: একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেল করে ৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগ
সুরুল এলাকার বাসিন্দা অসিতবরণ সরকার ও দেবদুলাল সরকার নামে দুই ব্যক্তি অপর্ণার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন। অভিনেত্রীরই প্রতিবেশী তাঁরা। অসিতবরণ ও দেবদুলালের অভিযোগ, তাঁদের দু’শতক জমি দখল করে বা়ড়ি তৈরি করেছেন অপর্ণা(Aparna Sen)। সম্প্রতি ভূমি ও ভূমি রাজস্ব দফতর থেকে তাঁরা একটি নোটিস পেয়েছেন। তা থেকেই অসিতবরণ ও দেবদুলাল জানতে পারেন, ওই জমি নিজের নামে করানোর চেষ্টা করছেন অপর্ণা(Actress Aparna Sen)। এরপর জমির কাগজপত্র নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের দ্বারস্থ হন তাঁরা।
ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সঞ্জয় রায় বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি। আমাদের কাছে জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন(Actress Aparna Sen)। তারপরেই মালিকদের নোটিস পাঠানো হয়। আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি। তার পরেই সিদ্ধান্ত হবে, অপর্ণা সেন ওই জমি আদৌ রেকর্ড করতে পারবেন কি না।’’