দীর্ঘ সময় পর সারদা-কাণ্ডে ফের নয়া মোড়। সোমবার কলকাতা হাইকোর্টে জমা পড়া এক অভিযোগের ভিত্তিতে নতুন তথ্য় সামনে এসেছে। আদালতে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় ধৃত দেবাযানী মুখোপাধ্য়ায়কে দিয়ে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সাত কোটি টাকা নিয়েছেন, তা বলিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মূলত এই অভিযোগ রাজ্য়ের গোয়েন্দা সংস্থা সিআইডির বিরুদ্ধে। এই ঘটনায় সিআইডির বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জিতে আদালতের কাছে আবেদন করছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে এই মামলার শুনানি শুরু হতে পারে।
এই বছরের সেপ্টেম্বর মাসে দেবযানী মুখোপাধ্য়ায়ের পরিবারের তরফে প্রথম এই অভিযোগ করা হয়েছিল। দেবযানীর মা অভিযোগ করেছিলেন, দমদম জেলে গিয়ে তাঁর মেয়ে দেবযানীকে কার্যত হুমকি দিচ্ছেন সিআইডির আধিকারিকরা। এই ঘটনায় শুভেন্দু এবং সুজন যে টাকা নিয়েছিলেন তা বলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে একটি চিঠিও দেন শর্বরী। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করে সিআইডি।
শর্বরী মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে প্রথমে হাইকোর্টে গিয়েছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। সেইসময় আদালত মামলা করার অনুমতিও দেওয়া হয়েছিল। সেই মামলা এখনও চলছে। এবার তা উচ্চকক্ষের দৃষ্টি আকর্ষণ করা হল।