ডিসেম্বরের ২৫ আসছে, গোটা বিশ্বের সমস্ত গির্জায় উদযাপিত হবে যীশুর জন্মোৎসব। তবে এ শহরেরই এক গির্জায় বড়দিন উদযাপিত হয়, ডিসেম্বরে নয়, জানুয়ারিতে।
২৫ ডিসেম্বর, পয়লা জানুয়ারি পেরিয়ে শহর যখন একটু জাঁকজমকহীন, ৬ জানুয়ারি কলকাতার একটি গির্জায় পালিত হয় বড়দিন। আর্মানি গির্জা। পোশাকি নাম ‘আর্মেনিয়ান হোলি চার্চ অব নাজারেথ’। এই গির্জার বয়স খাতায় কলমে ৩০০ বছরের বেশি। কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কিন্তু এটাই।
আর্মেনিও ক্যালেন্ডার মতে যিশুর জন্মের তারিখ ৬ জানুয়ারি। চতুর্থ শতক পর্যন্ত খ্রিস্টধর্মাবলম্বীরা প্রতি দেশই এই দিনেই বড়দিন উদযাপন করতেন। রোমান ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ পরে সারা পৃথিবীজুড়ে ২৫ ডিসেম্বর দিনটিকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করে।
আর্মেনিওরা তাঁদের পুরনো নিয়মেই বড়দিন পালন করেন আজও। আমাদের কলকাতার বুকে যে এক টুকরো আর্মেনিয়া, সেখানেও নিয়মটা তাই একই।