অবশেষে জট কাটল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ মার্চ ধর্মতলার শহীদ মিনারেই অভিষেকের সভা হবে। ইতিমধ্যেই সভার অনুমতি মিলেছে সেনার তরফ থেকে।
আগামী ২৯ মার্চ শহীদ মিনারে তৃণমূল যুব ও ছাত্রদের যৌথ সমাবেশ রয়েছে। যে সভার মূল বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই সেই সভা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারণ শহীদ মিনারে অনশন করছেন ডিএ আন্দোলনকারীদের একাংশ।
শনিবার অবশেষে সেই সমস্যার সমাধান মিটল। অনুমতি দেওয়া হল অভিষেকের সভার। আর সমাধান মিলতেই সভাস্থল পরিদর্শন করতে পৌঁছে গিয়েছেন উচ্চপদস্থ পুলিশ বাহিনী। সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
আরও পড়ুন - অসুস্থ হয়ে পড়ছেন বহু কর্মী, ধর্মতলায় ৪৪ দিন পর অনশন তুলে নিলেন ডিএ আন্দোলনকারীরা