শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২০ কোটি টাকা। শনিবার সকালে ইডি জানায়, রাতভর গোনার পর সেই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২১ কোটি। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা। ৫৪ লক্ষ টাকার বেশি বিদেশি মুদ্রা। ৭৯ লক্ষ টাকার গয়না। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম! অর্পিতার বাড়িতে এই বিপুল পরিমাণ টাকা গুনতে স্টেট ব্যাঙ্ক থেকে ৭ টি টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়।
ইতিমধ্যেই আটক করা হয়েছে অর্পিতাকে।
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার দাবি তিনি মডেল-অভিনেত্রী। তবে প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র। তবে অর্পিতার কাছে সব প্রশ্নের উত্তর মিললেও, টাকার উৎস সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি সম্পত্তির হদিশ মিলেছে। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে।