জেলে মন বসছে না মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের। শুরুর দিন থেকেই জেলের বিভিন্ন বিষয়ে নানা অভিযোগ করেছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু অভিযোগ। জানা গিয়েছে, জামাকাপড়ের সমস্যা রয়ে গিয়েছে অর্পিতার। অর্পিতার কাছে যেসব জামা কাপড় রয়েছে, সে গুলি কাচাকাচির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিশেষ করে ভারী জিন্স এই বর্ষায় কিছুতেই শুকোচ্ছে না। তাই জিন্স পরতে সমস্যা হচ্ছে। আরও একটা সমস্যা হচ্ছে অর্পিতার পোশাকের ক্ষেত্রে। বেশিরভাগ জামাকাপড়ই এত আধুনিক, যে জেলে সেগুলি পরে থাকায় সমস্যা হচ্ছে বলে সূত্রের খবর। তবে পোশাক সমস্যা চলতি সপ্তাহে মিটতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, এই সপ্তাহে নতুন কিছু পোশাক আইনজীবীরা অর্পিতাকে দিতে পারেন।
সূত্রের খবর, দোষারোপ করছেন ভাগ্যকে। সেই তালিকায় আছেন পার্থ চট্টোপাধ্যায়ও। সংশোধনাগার সূত্রে খবর, বারবার অর্পিতা বলছেন, পার্থর জন্যই আজ তাঁর এই জীবন কাটাতে হচ্ছে। পাশপাশি, অর্পিতা মনে করছেন পার্থর কিছু ভুলের জন্যই তাঁর এই জেলজীবন। একইসঙ্গে জেল জীবনে দৈনন্দিন কাজকর্ম, জামা কাপড় কাচা, বিভিন্ন ক্ষেত্রেই আবাসিকদের সহযোগিতা পাচ্ছেন না বলেই তাঁর অভিযোগ।
উল্লেখ্য, গত ২৩ জুলাই রাতে গ্রেফতার হন পার্থ-ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা। তারপর ইডি হেফাজত থেকে সোজা আলিপুর মহিলা জেল। সেখানেই এখন দিন কাটছে এক সময়ের দাপুটে মডেলের।