ইতিমধ্যেই তিনদিন জেলে কাটানো হয়ে গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। তাঁকে রাখা হয়েছে আলিপুরে মহিলাদের জন্য বিশেষ জেলে। প্রথম কয়েকটা দিন স্বাভাবিক থাকলেও, মন থেকে কারাবাস মানতে পারছেন না অর্পিতা। সূত্রের খবর, নিজের সেলে মাঝেমাঝেই কান্নাকাটি করছেন তিনি। জেরায় অর্পিতা নাকি বলেছেন, "বীভৎসভাবে ফেঁসে গিয়েছেন তিনি।"
অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস (Belghoria) ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ৫১ কোটি নগদ টাকা, ৫ কেজি গয়না, বৈদেশিক মুদ্রা সহ একাধিক জিনিস উদ্ধার করেছে ইডি। ইডি বারবার অর্পিতার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। তাই তাঁর সেলের বাইরে ২৪ ঘণ্টা মোতায়েন করা হয়েছে ২ জন করে নিরাপত্তারক্ষী। লাগানো হয়েছে সিসি ক্যামেরাও।
আরও পড়ুন: 'টাকা মাটি, মাটি টাকা', কারাগারে পার্থ চট্টোপাধ্যায়ের ভরসা শ্রীরামকৃষ্ণ কথামৃত
এদিকে জেলের সময়টা সাহিত্যেই মনোনিবেশ করতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) তাঁর জন্য এসেছে মহাশ্বেতা দেবী অমনিবাস। তাঁর জন্য আনা হয়েছে খাতা ও কলমও।