পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়ন সঙ্ঘের মুখ অর্পিতা মুখোপাধ্যায়। এই পুজোর মুখ হওয়ার জন্য কত টাকা নিয়েছিলেন অর্পিতা! ইডির জেরায় বৃহস্পতিবার সেই প্রশ্ন উঠে আসে। তার উত্তরও দেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি জানান, পুজোর মুখ হওয়ার জন্য এক টাকাও নেননি তিনি। অর্পিতার দাবি, "নাকতলা পুজো কমিটি আমাকে তাদের পুজোর মুখ করে সম্মানিত করেছিল।"
সূত্রের খবর, ইডি আধিকারিকরা এ প্রশ্ন করতেই ক্ষোভে ফেটে পড়়েন অর্পিতা। সূত্রের খবর, তিনি নাকি ইডি আধিকারিকদের পাল্টা প্রশ্ন করেন। অর্পিতা বলেন, "পুজোর মুখ হওয়ার জন্য টাকা কেন নেব! এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। ওরা যখন প্রস্তাব দিয়েছিল, ঘাবড়ে গিয়েছিলাম। পরে রাজি হই। আপনারা দেখে নিতে পারেন, আমি টাকা নিয়েছিলাম কিনা।"
পার্থ ও অর্পিতার গ্রেফতারির পর একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন ইডির গোয়েন্দারা। কোথাও কোটি কোটি টাকা উদ্ধার, তো কোথাও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকেই প্রায় ৫১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাঁর নামে আরও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন ইডি কর্তারা। অন্য সব সংস্থার সঙ্গে ইডির তদন্তে তাই নাকতলা উদয়ন সঙ্ঘের নাম উঠে এসেছে। ইডির জেরায় তাতেই যেন একটু বিরক্তবোধ করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।