৭২ ঘণ্টার জন্য বিরাম দেওয়ার পর, বুধবার থেকে কলকাতায় ফের শুরু ইডির তল্লাশি অভিযান। এদিন সকালে বেলঘরিয়া রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিল ইডি। ১৫ জনের দল সেখানে তল্লাশি চালাচ্ছে। বি টি রোডের উপর ওই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। যা শনিবারই সামনে এসেছিল। এছাড়াও বারাসত ও গড়িয়াহাটের দুটি দোকানেও গিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, পার্থ ও অর্পিতাকে দীর্ঘ জেরার পর এই দুটি দোকানের নাম উঠে এসেছে।
গত শনিবার পার্থ ও অর্পিতাকে গ্রেফতারের আগেই তাঁদের বাড়ি থেকে বেশ কিছু ফ্ল্য়াটের দলিল উদ্ধার করেছিল ইডি। যার মধ্যে রথতলার এই আবাসনের নাম উঠে এসেছিল। দুটি পৃথক ব্লকে অর্পিতার দুটি ফ্ল্যাট ছিল বলে জানা গিয়েছিল। এদিন সকালে ওই আবাসনে হানা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
এদিকে, বুধবার ফের জোকায় ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়কে। এদিন গাড়ি থেকে নামার পর পার্থকে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে যান রাজ্য়ের মন্ত্রী।