“যা বলার ইডিকে বলেছি", জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাঙ্কশাল আদালতে যাওয়ার পথে একথাই জানালেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা। এদিনও হাসপাতাল থেকে বেরনোর সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। তবে অর্পিতা মুখ খুললেও তৃণমুলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শান্ত-নিরুত্তাপ।
টানা ১২ দিন ইডি হেফাজতে লাগাতার জিজ্ঞাসাবাদের ধকলে অর্পিতা যে ধীরে ধীরে ভেঙে পড়ছেন, তা তাঁর হাবেভাবেই স্পষ্ট হয়েছে। চোখে জল। কান্নার দমকে বিকৃত হয়ে গিয়েছে মুখ। তার মধ্যেই তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। জবাবে এল ওই উত্তর। যা জানানোর তিনি তদন্তকারীদেরই জানিয়ে দিয়েছেন।
শুক্রবার বেলা ১২ টা নাগাদ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে। তবে এদিন হাসপাতালে প্রবেশের সময় সম্পূর্ণ নীরবই ছিলেন ‘অপা’। কেউই কোনও মন্তব্য করেননি। শারীরিক পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বের হন তাঁরা। সেই সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অর্পিতা। যদিও ইডি জেরায় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “তিনি অর্পিতাকে তেমনভাবে চিনতেন না। অনেকেই তার কাছে আসত, সেইভাবেই চেনা।”