পার্থ-ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে বিপুল টাকা-সোনা-বিদেশি মুদ্রা-নথিপত্র উদ্ধারের পর থেকেই এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের সব টাকা নাকি অর্পিতার ফ্ল্যাটেই রাখা হত। পার্থর সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল অর্পিতার? যদিও ইডির দাবি, ঘনিষ্ঠতার কথা জেরার মুখে নিজেই স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। অসম বয়সী হলেও ভাল বন্ধু ছিলেন পার্থ, জানিয়েছেন অর্পিতা।
গত শনিবার গ্রেফতার হন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তারপর থেকেই ইডি হেফাজতে রয়েছেন এই মডেল-অভিনেত্রী। প্রাক্তন মন্ত্রীর সঙ্গে সম্পর্ক বা উদ্ধার হওয়ার টাকার উৎস, এ সব নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অর্পিতাকে। জানা যাচ্ছে, সে সব প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। তাঁকে জেরা করেই বেলঘরিয়ার ফ্ল্যাটের হদিশ মিলেছিল বলেও দাবি ইডির।
আরও পড়ুন- Arpita Mukherjee: এখনও লোকচক্ষুর আড়ালে কী বিপুল সম্পত্তি, অর্পিতার ক'টি ফ্ল্যাটের হদিশ পেল ইডি?
ইডি সূত্রে খবর, ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেননি তিনি। আধিকারিকদের জানিয়েছেন, ভাল বন্ধু ছিলেন পার্থ। ২০১৭ সালে স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। সেই সময় থেকেই ঘনিষ্ঠতা বাড়ে বলে দাবি করেছেন অর্পিতা। তবে বন্ধুত্ব থাকলেও পার্থর রাজনৈতিক জীবন নিয়ে কোনও দিন মাথা ঘামাননি বলেই দাবি করেছেন অর্পিতা।