গত ১০০ দিন ধরে আলিপুর জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। পুজোর সময় তাঁর আইনজীবী এসে ৪ টে শাড়ি আর কিছু পোশাক দিয়ে গিয়েছিলেন। একসময় এই জমকালো শাড়িতেই তার পুজো কাটত। পুজো কাটত নাকতলা উদয়ন সংঘে। গত কয়েকদিন আগেই মায়ের অসুস্থতায় জেলের মধ্যেই মন কেঁদেছিল অর্পিতার। বেলঘড়িয়ার পুজোর সঙ্গেই নিজের মাকেও একবার চোখের দেখা দেখতে চেয়েছিলেন। কিন্তু আদালত অর্পিতাকে সে অনুমতি দেয়নি।
সোমবার ব্যাঙ্কশাল আদালতে হাজির হয়ে স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের আর্জি ছিল তাঁর মা, বা বোনের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার। কারন আদালত তাকে সেই অনুমতি দিয়েছিল। সোমবার অর্পিতার আইনজীবী জানান, ফোন করলেও অর্পিতা তাঁর মায়ের সঙ্গে কথা বলতে পারেননি, কারণ ফোন আনরিচেবল ছিল বলেই দাবি।
গত ২৩ জুলাই স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর দক্ষিণ কলকাতা ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল ইডি, সেই ঘটনার পর থেকেই গত ১০০ দিনা আলিপুরে জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়।