মঙ্গলবার শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়। সকলের সামনেই কেঁদে ফেলেন শিক্ষক দুর্নীতিতে(SSC Recruitment Update) এই অভিযুক্ত। তাঁর মক্কেলের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে বলেও এদিন আদালতে দাবি করেন অর্পিতার(Arpita Mukherjee) আইনজীবী। ফের নিজেকে একবার নির্দোষ বলে দাবি করেন অর্পিতা।
মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee)। সেখানেই অসুস্থতার কথা জানিয়ে কেঁদে ফেলেন পার্থ-ঘনিষ্ঠ। তাঁর আইনজীবীর কথায়, অর্পিতার স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে। এরপরেই তিনি অভিযোগ করেন, পেটে ব্যথা হলেও পেনকিলার ছাড়া কিছু মিলছে না। অবিলম্বে অর্পিতার চিকিৎসা প্রয়োজন বলেও জানান আইনজীবী।
আরও পড়ুন- Mamata Banerjee Road Show : ত্রিপুরা ভোটে প্রচার শুরু, আগরতলায় রো়ড-শো মমতার
অর্পিতার আরও দাবি, তিনি নির্দোষ। পাশাপাশি, তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও দাবি পার্থ-ঘনিষ্ঠ এই অভিনেত্রীর।