এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথে আসিফ আলির ক্যাচ ফেলে দেওয়ায় বিদ্রুপ এবং তীব্র অপমানের মুখে পড়েছিলেন ভারতীয় পেস বোলার আর্শদীপ সিং। কিন্তু রবিবার মেলবোর্নের মাঠে হল শাপমুক্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, পাকিস্তান অধিনায়ক বাবর আজ়মকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দিলেন প্যাভিলিয়নে। কিন্তু তার পরেও তেমন কোনও উচ্ছ্বাস দেখা যায়নি তাঁর চোখে মুখে। বরং দেখা গিয়েছিল খানিকটা স্বস্তি।
এশিয়া কাপের সেই দিনের কথা ব্যক্তিগত ডায়েরিতে লিখে রেখেছিলেন আর্শদীপ। তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণের কথা ভোলেননি তিনি। মুখে প্রতিবাদ না করলেও রবিবার মেলবোর্নের মাঠে তা স্পষ্ট ফুটে উঠেছে তরুন পেসারের পারফরম্যান্সে।
রবিবার ম্যাচের পর আর্শদীপ ভিডিয়ো কলে কথা বলেন তাঁর বাবা দর্শন সিং ও কোচ যশবন্ত রাইয়ের সঙ্গে। এক সংবাদমাধ্যমকে তাঁর কোচ জানিয়েছেন, এশিয়া কাপের ঘটনা এতদিন মনে রেখেছিল। আর্শদীপের একটা ডায়রি আছে। যাতে নিয়ম করে নিজের সাফল্য ও ব্যর্থতার কথা লেথা থাকে। পাকিস্তানের ম্যাচের পর ওর সঙ্গে যা হয়েছে সেটাও ও ডায়রিতে লিখে রেখেছিলেন আর্শদীপ। ওই অপমানের জবাবই যেন বেরিয়ে এসেছে পাকিস্তানের বিরুদ্ধে।'