২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে ইডি কর্তারা গ্রেফতার করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। বেহালা পশ্চিমের বিধায়ক তিনি। কিন্তু বিধানসভাকে কিছু জানানো হয়নি। এমনই জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শনি ও রবিবার বিধানসভা বন্ধ থাকে। একটি অনুষ্ঠানে এদিন বিধানসভায় আসেন তিনি। সেখানে তিনি জানান, "শুনেছি, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে আইনত বিধানসভাকে জানানো উচিত। কিন্তু বিধানসভার সচিবালয়ে ইডির তরফে এখনও কোনও চিঠি আসেনি।"
বিমান বন্দ্যোপধ্যায় বলেন, "বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করা হলে স্পিকারকে জানানো হয়। এক্ষেত্রে এখনও আমাদের কাছে কোনও বার্তা পাঠায়নি ইডি। যদি ইডির তরফে কোনও বার্তা না আসে, তা আইন বহির্ভূত হবে।"
আরও পড়ুন: ব্যাঙ্কশাল কোর্টে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে, নিজেদের হেফাজতে নিতে সওয়াল ইডির
প্রসঙ্গত, গত বছর মে মাসে সারদা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে। তখনও স্পিকার অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই রাজ্যের প্রথম সারির নেতা ও বিধায়কদের গ্রেফতার করা হয়েছে। আইন মানেনি সিবিআই। এবার ইডির ক্ষেত্রেই সেই একই অভিযোগ সামনে আনলেন তিনি।