নৌশাদ সিদ্দিকি (Naushad Siddique) প্রসঙ্গে তাঁর মন্তব্যকে অনেক সংবাদমাধ্যম অন্যভাবে পরিবেশন করেছে বলে দাবি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, ভাঙড়ের বিধায়কের নেতৃত্বে যা হয়েছে, তা নিন্দনীয় অপরাধ। বিধায়কের বিষয় আইন আইনের পথেই চলবে। এমনই জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।
নৌশাদ প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে মন্তব্য করেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর করা বুধবারের মন্তব্য সঠিকভাবে পরিবেশিত হয়নি। বিধানসভার স্পিকারের দাবি, তিনি একটাই কথা বলতে চেয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।
আরও পড়ুন: গোপাল দলপতিই কি হৈমন্তীর স্বামী! আরমান গঙ্গোপাধ্যায় তবে কে, নাম রহস্যে জেরবার ইডি
বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কোনও বিধায়ককে সুবিধা করে দিতে একথা বলেননি তিনি। নৌশাদ সিদ্দিকির বিষয়ের যা বলেছিলেন, তা আদালত বিচার করবে। উল্লেখ্য বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, বিধায়ক নৌশাদকে কেন এতদিন জেলে থাকতে হয়েছে। একজন আইনজীবী হিসেবে তিনি মনে করেন, এটা ঠিক নয়। নৌশাদের আইনজীবীর পদক্ষেপ নেওয়া উচিত ছিল।