ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে। ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশের এক ASI। মৃত ওই পুলিশকর্মীর নাম উৎপল নস্কর। বয়স ৫৪ বছর। মোমিনপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২৭ অক্টোবর থেকে মোমিনপুরের হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বেশ কিছু নির্দেশিকা দিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবারই নতুন করে উত্তর ২৪ পরগনায় ২ জন ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন। ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বর্ষায় প্রত্যেক বছরই ডেঙ্গির প্রকোপ বাড়ে। এবারও কলকাতা পুরনিগমের মাথাব্যথার কারণ ডেঙ্গি। রাজ্যের ডেঙ্গির প্রকোপে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কলকাতা সহ একাধিক জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় বেশ চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার কলকাতা শহরে ডেঙ্গিতে প্রাণ হারালেন ASI মর্যাদার পুলিশকর্মী।