যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এখনও অবধি এই মামলায় ১২ জন হাজতে। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্দরের একাধিক ‘অপ্রিয় সত্য’ সামনে এসেছিল। প্রশ্ন উঠেছিল ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে। সিসিটিভি বসানোর দাবিও উঠেছিল। র্যাগিং-এর প্রসঙ্গও জোরালো হয়েছে। অবশেষে, টনক নড়ল কর্তৃপক্ষের। কড়া নিয়মে শৃঙ্খলা ফেরাতে যাদবপুরের হস্টেলে রাতে অবাধ যাতায়াত বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ। এবার থেকে রাট ১০ টা বাজলেই তালা পড়ে যাবে যাদবপুরের হস্টেলের সব গেটে। গেট বন্ধ থাকবে সকাল ৬টা পর্যন্ত।
এছাড়াও নিয়ম করে দেওয়া হয়েছে, হস্টেলের সমস্ত বোর্ডারদের সঙ্গে সবসময় থাকতে হবে আইডি কার্ড। দেখতে চাওয়া মাত্রই তা দেখাতে হবে। যদি , কোনও ইমার্জেন্সিতে হস্টেলের বাইরে রাতে বেরতে হয়, তবে আগাম তা সুপারকে জানিয়ে রাখতে হবে বলে নির্দেশ।