শুক্রবার দুপুরে দমদম পার্কে পথ দুর্ঘটনা। এক প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর জখম তিন বাইক আরোহী। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত পুলিশকর্মীরা। ঘাতক গাড়ি ও মহিলা চালককে আটক করেছে লেকটাউন থানা।
জানা গিয়েছে, এদিন বেলা তিনটে নাগাদ বাগুইহাটি উড়ালপুল থেকে দ্রুত গতিতে এসে প্রথমে সিগন্যাল দাঁড়ানো একটি ছোট পণ্যবাহী গাড়িতে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি। ধাক্কার তীব্রতায় ওই গাড়িটির বনেটের অংশ দুমড়ে যায়। ঘটনার জেরে গুরুতর আহত হন সিগনালে দাঁড়ানো দুটি বাইকের তিন আরোহী। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই তিন আরোহী স্থিতিশীল রয়েছেন বলেই খবর।
আরও পড়ুন- Recruitment Scam: শুক্রবার বিকেলে তেহট্টে হানা, তাপস সাহার বাড়ি-অফিসে তালা দিল সিবিআই