পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ। এর জেরে উল্টোডাঙা (Ultadanga) থেকে বন্ধ বিভিন্ন রুটের অটো (Auto service)। ফলে সপ্তাহের শুরুতেই প্রবল সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। অভিযোগ, এই অব্যবস্থার জেরে গন্তব্যে পৌঁছতে খরচ হচ্ছে অনেক টাকা।
মুচিবাজার ক্রসিং (Muchi Bazar Crossing) থেকে অটো ঘোরাতে দেওয়া হয় না পুলিশের তরফে। অটোচালকদের দাবি, তাঁর ফলে সমস্যায় পড়তে হয় তাঁদের। উল্টোডাঙা(Ultadanga Bus stand) থেকে অনেকটা ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের। তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে উল্টোডাঙা থেকে বন্ধ বিভিন্ন রুটের অটো চলাচল। এদিন সকাল থেকে উল্টোডাঙা থেকে বাগুইআটি, লেকটাউন, করুনাময়ী, এয়ারপোর্ট, শোভাবাজার রুটে অটো পুরোপুরি বন্ধ।
অফিস যাওয়ার জন্য অটো ধরতে এসে প্রবল সমস্যায় পড়ছেন সকলেই। কেউ অন্য পথে ঘুরে গন্তব্যে পৌঁছছেন। কিন্তু নিজেদের অবস্থানে অনড় অটো চালকেরা(Auto Drivers)। তারা সাফ জানিয়েছেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের পক্ষে অটো চালানো সম্ভব হচ্ছে না। যদিও নিত্যযাত্রীদের অভিযোগ, অটোচালকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ি না চালিয়ে ভাড়া বাড়াতে চাইছেন।