Ayan Mondal Murder: মগরাহাটের পুকুর থেকে উদ্ধার মোবাইল, ওটাই অয়নের ফোন কি না তদন্তে পুলিশ

Updated : Oct 23, 2022 10:41
|
Editorji News Desk

অয়ন খুনের দশ দিন কেটে গিয়েছে এখনও পর্যন্ত অয়ন মণ্ডলের মোবাইলের হদিস পাননি তদন্তকারীরা। শনিবার ফের একবার অয়নের মোবাইলের খোঁজে মগরাহাটের মাগুরপুকুরে গিয়েছিল হরিদেবপুর থানার পুলিশ। অয়নের ফোনের হদিশ পেতে তন্ন তন্ন করে চলছিল খোঁজাখুঁজি।

অবশেষে যে জলা জায়গা থেকে অয়নের দেহ মিলেছিল, সেখানে থেকে একটি ফোন উদ্ধার করে তদন্তকারীরা। তবে, সেই ফোনটি অয়নের নয় বলেই জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। ওই ফোনটি কার ? আর ফোনটি অয়ন মণ্ডল খুনের সঙ্গে জড়িত কোনও নতুন সূত্রের সন্ধান দিতে পারবে কি না তা এখনও নিশ্চিত করে বলেননি তদন্তকারী অফিসাররা। 

দশমীর দিন রাত দুটো নাগাদ অয়নকে ডেকে পাঠান বান্ধবীর মা। বাড়িতে তখন একাই ছিলেন তিনি। কিন্তু আড়াইটে নাগাদ বাবা-ভাইকে নিয়ে বাড়ি এসে অয়নকে মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে বান্ধবী। এরপরেই ওই খুনের ঘটনা ঘটে বলেই অনুমান। তবে, প্রবল আক্রোশ না থাকলে যে এইভাবে খুন করা যায় না, তা স্বীকার করে নিয়েছেন ময়নাতদন্তকারী আধিকারিকরাও।

একাদশীর সকালে মগরাহাটের একটি খাল থেকে অয়নের দেহ উদ্ধার করা হয়। দ্বাদশীর দিন দেহের শনাক্তকরণ হয়। তদন্তে নেমে হরিদেবপুর থানা অয়নের বান্ধবী, তাঁর বাবা, মা, নাবালক ভাই-সহ ৭ জনকে গ্রেফতার করে। এরপরেই সামনে আসে বান্ধবী এবং তাঁর মায়ের সঙ্গে অয়নের সম্পর্কের কথা। অয়নের মোবাইলে দু'জনের সঙ্গেই অয়নের ঘনিষ্ঠ ছবি এবং ভিডিয়ো ছিল। তবে, এখনও অয়নের মোবাইল খুঁজে পায়নি পুলিশ। ফলে, সেই সব ছবি এবং ভিডিয়ো এখনও পুলিশের হাতে আসেনি।
 
অভিযুক্ত দুই নাবালক বাদে বাকি পাঁচ জন বর্তমানে পুলিশ হেফাজতেই আছেন। রবিবার তাঁদের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। তাই ফের তাঁদের কোর্টে হাজির করানো হবে।

Magrahat MurderAyan MondalAyan Mondal Murder

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি