হরিদেবপুর কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। আগেই সামনে এসেছিল ত্রিকোণ প্রেমের কথা। সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ত্রিকোণ প্রেমের জেরেই খুন বলে মত স্থানীয়দের একাংশের। তাঁদের মতে, অয়নকে নিয়ে মা-মেয়ের দড়ি টানাটানিতে সংসারে অশান্তি বাড়ছিল। অভিযোগ, বছর দেড়েক আগে মা-মেয়ের সঙ্গে অয়নের গোপন ভিডিও ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরেই স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন দীপক জানা। তবে এর পরিণাম যে ভাল হবে না, তা আঁচ করেছিলেন দীনেশ পল্লীর বাসিন্দারাও।
জানা গিয়েছে, দশমীর দিন রাত দুটো নাগাদ অয়নকে ডেকে পাঠান বান্ধবীর মা। বাড়িতে তখন একাই ছিলেন তিনি। কিন্তু আড়াইটে নাগাদ বাবা-ভাইকে নিয়ে বাড়ি এসে অয়নকে মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বান্ধবী। এরপরেই ওই খুনের ঘটনা ঘটে বলেই অনুমান। তবে প্রবল আক্রোশ না থাকলে যে এইভাবে খুন করা যায় না, তা স্বীকার করে নিয়েছেন ময়নাতদন্তকারী আধিকারিকরাও।
আরও পড়ুন- Haridebpur Murder Update: 'ভিকি কোথায়', অয়ন মৃত জেনেও তার বাড়ি গিয়েই উদ্বেগ প্রকাশ প্রেমিকার
অয়ন মৃত জেনেও একাদশীর দিন সকালে তার বাড়িতে ফোন করে ধৃত বান্ধবী। অয়নের মা মঞ্জুদেবীর কথায়, মেয়েটির কথায় উদ্বেগের আঁচ স্পষ্ট ছিল। অয়নকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে খোঁজখবর নেয় সে। কিন্তু দশমীতেই অয়নকে খুনে পর যেভাবে না জানার ভান করে কান্নাকাটি করেছে মেয়েটি, তাতে দুঁদে পুলিশকর্মীদের চোখ কপালে উঠেছে।