হরিদেবপুর কাণ্ডের পরতে পরতে বিস্ময়। অয়ন মৃত জেনেও তার মাকে ফোন করে প্রেমিকের খোঁজখবর নেয় ধৃত প্রেমিকা। পরে অয়নের বাড়িতেও খোঁজ নিতে যায় সে। এই অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় হরিদেবপুর এলাকায়। ছেলের প্রেমিকার এই আচরণে তাজ্জব মৃত অয়নের মা।
জানা গিয়েছে, একাদশীর দিন সকালে অয়নের বাড়িতে ফোন করে ধৃত প্রেমিকা। মঞ্জুদেবীর কথায়, মেয়েটির কথায় উদ্বেগের আঁচ স্পষ্ট ছিল। অয়নকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে খোঁজখবর নেয় সে। কিন্তু দশমীতেই অয়নকে খুনে পর যেভাবে না জানার ভান করে কান্নাকাটি করেছে মেয়েটি, তাতে দুঁদে পুলিশকর্মীদের চোখ কপালে উঠেছে।
আরও পড়ুন- Haridebpur News: অন্তঃসত্ত্বা ছিল বান্ধবী, দাবি অয়নের মায়ের, ত্রিকোণ প্রেমের জের, মনে করছেন বাবা
অয়নের মা মঞ্জুদেবী জানান, ওর প্রেমিকাকে কেমন যেন অস্থির দেখাচ্ছিল। তাঁর মতে, "খারাপ কিছু করে মানুষ যেমন করে, ঠিক তেমনই দেখাচ্ছিল ওকে। আমরা কেউই বুঝতে পারিনি কী হয়েছে।"
দশমীর রাতে অয়ন ওই বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন বলেই দাবি। রাত ৩ টের পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। ৬ অক্টোবর সকালে বাড়ির লোক, বন্ধু বা প্রতিবেশীরা জানতে পারেন রাতে অয়ন বাড়ি ফেরেননি। এরপর হরিদেবপুর থানায় পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। পরবর্তীতে অয়নের প্রেমিকার পরিবার সহ ৭ জনকে গ্রেফতার করা হয়।