হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের রহস্যমৃত্যুতে জটিল হচ্ছে তদন্ত। পরতে পরতে জট। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দুবার কাজের জন্য রাজস্থানে গিয়েছিলেন অয়ন। কিন্তু দুবারই ফিরে আসতে হয়। বান্ধবীর সঙ্গে বিয়ের কথা পাকা করার নাম করেই ডাকা হয়েছিল। তবে সেখানে গিয়ে জানতে পারেন, তাঁকে মিথ্যা বলে ডাকা হয়েছে। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, কর্মসূত্রে দুবার রাজস্থানে যান অয়ন। কিন্তু তাঁকে ফিরে আসার জন্য অতিরিক্ত চাপ দেন বান্ধবী ও তাঁর মা। এমনই দাবি অয়নের বন্ধু ও পরিবারের। একবার নাকি তিনদিনের মাথায় রাজস্থান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন অয়ন। তদন্তে নেমে পুলিশ এমনটাই জানতে পেরেছে। সূত্রের খবর, অয়নের বান্ধবীর মা রুমা জানা মেয়ের বিয়ের জন্য উঠেপড়ে লাগেন। বাবা দীপক জানা মেয়ের বিয়ে দিতে চাননি। এই নিয়ে চরম অশান্তিও হয়েছিল তাঁদের।
নিহত অয়নের সঙ্গে বান্ধবী ও বান্ধবীর মায়ের ত্রিকোণ প্রেমের তত্ত্ব আগেই প্রকাশ্যে আসে। পুলিশের অনুমান, অয়নের রাজস্থানে গিয়ে কাজ করা, বান্ধবীর বিয়ে নিয়ে বাবা-মায়ের অশান্তি, ত্রিকোণ প্রেমের তত্ত্বকে আরও জোরালো করছে।
খুনের পর এখনও অয়নের মোবাইল ফোন খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, অয়নের বান্ধবীর দাবি, সেই ফোনে আপত্তিকর প্রশ্ন আছে। তাঁদের দাবি কতটা ঠিক, তা ফোন পরীক্ষা করার পরই জানা সম্ভব বলে মনে করছে পুলিশ। ফোনের ছবি ও ভিডিয়ো নিয়ে ব্ল্যাকমেল করতেন কিনা অয়ন, তাও জানা যাবে।