হরিদেবপুর কান্ডে ভোলবদল অয়নের বাবার। অয়নের মৃত্যুর পর তিনি জানিয়েছিলেন, মা ও মেয়ে দুজনেই তাঁর ছেলেকে চাইত। কিন্তু সোমবার তাঁর অভিযোগ, পুলিশ জোর করে তাঁকে দিয়ে ওই কথা বলিয়েছে। পাশপাশি, তাঁর আরও অভিযোগ, হরিদেবপুর থানায় রীতিমতো হেনস্থা করা হয় তাঁকে। সোমবার অয়নের বাবা রাজ্য পুলিশের প্রতি অনাস্থা দেখিয়ে সিবিআই তদন্তের দাবিও করেন।
সোমবার তিনি হরিদেবপুর থানার এক মহিলা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ওই পুলিশ আধিকারিকই জোর করে তাঁকে দিয়ে এই ধরনের কথা বলিয়েছেন। তাঁর কথায়, "শুধু ওই মেয়েটির সঙ্গেই ভালবাসার সম্পর্ক ছিল অয়নের। মেয়েটির মায়ের সঙ্গে তাঁর ছেলের কোনও সম্পর্ক ছিল না বলেই দাবি করেন মৃত অ্যাপ বাইক চালকের বাবা।
আরও পড়ুন- Haridebpur Murder Update: ভোঁতা-শক্ত জিনিসের আঘাতেই মৃত্যু অয়নের, পুলিশের হাতে ময়নাতদন্তের রিপোর্ট
অন্যদিকে, সোমবার হরিদেবপুরে অ্যাপ ক্যাব চালক অয়ন মন্ডলের হত্যা রহস্যের পুনর্নিমাণ করা হয়। এদিন ভোরে বান্ধবী ও তার মাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নিমাণ চলে। পুলিশের একাংশের দাবি, শুধু ওই ৭ জন নয়, অয়নকে খুনের দিন ঘটনাস্থলে ছিলেন আরও কেউ কেউ।