আদালতে খারিজ নিয়োগ দুর্নীতে গ্রেফতার প্রোমোটার অয়ন শীলের জামিনের আবেদন। তাকে ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যেই আদালতে ইডির আইনজীবী অয়নকে প্রভাবশালী বলেই দাবি করেছেন। ইডির দাবি, অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে নিজের এক এজেন্টকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন অয়ন। ইডির আইনজীবীর দাবি, ওই টাকা গিয়েছিল প্রভাবশালী কোনও সরকারি কর্তার কাছে।
আদালতে এদিন ইডির আইনজীবী দাবি করেছেন, চাকরি দেওয়ার নাম করে একজন প্রার্থী থেকে প্রায় ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন। এছাড়াও অয়নের ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক দফায় আট কোটি টাকা ঢুকেছে বলেও এদিন আদালতে দাবি করা হয়েছে। এরমধ্যে ১ কোটি টাকা দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন নেতা শান্তুনু বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ধৃত অয়ন শীলের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আটটি ফ্ল্যাট, পাঁচটি গাড়ি, একটি পেট্রোল পাম্প, একটি হোটেলের হদিস পেয়েছে ইডি। আদালতে ইডি দাবি করেছে, দুর্নীতির টাকাতেই এ সব হয়েছে।