ইডির নজরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ বান্ধবী। তাঁকে নিয়ে খোঁজখবর চালানো হচ্ছে। অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে তাঁর নাম পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এই শ্বেতা চক্রবর্তী কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার। কামারহাটিতে একটি ফ্ল্য়াটও ছিল তাঁর। পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা যদিও জানিয়েছেন, অয়ন শীলের সঙ্গে শ্বেতার যোগাযোগ ছিল কিনা, তা তিনি জানেন না।
ইডি সূত্রে খবর, অয়নের বাড়ির নথিপত্রে শ্বেতার নামে গাড়ি কেনা ও সম্পত্তি হাতবদলের নথি পাওয়া গিয়েছে। অয়নের প্রযোজনা সংস্থায় অভিনয় করার কথা ছিল শ্বেতা চক্রবর্তীর। যদিও শ্বেতাকে এখনও তলব করেনি ইডি। শ্বেতা নৈহাটির বিজয় নগরের বাসিন্দা। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তাঁর বাবা। অয়ন শীলের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করলেও দুর্নীতি যোগ মানতে নারাজ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
রবিবার প্রায় ৩৭ ঘণ্টা তল্লাশির পর অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, তাঁর কাছে চাকরির পরীক্ষার একাধিক উত্তরপত্র ও ওএমআর শিট ও তার প্রতিলিপি পাওয়া গিয়েছে। বেশ কিছু অ্যাডমিট কার্ডও উদ্ধার হয়েছে। যেগুলি কলকাতা পুরসভার নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। পাশাপাশি বেশ কিছু নথিতে শ্বেতা চক্রবর্তীর নাম উঠে এসেছে।