নিয়োগ দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল ধৃত অয়ন শীলের (Ayan Shil) বাবা-মাকে। বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ওই বৃদ্ধ দম্পতি। ইডি সূত্রে খবর, অবৈধ লেনদেনে মা-বাবার অ্য়াকাউন্টও ব্যবহার করতেন অয়ন। ইডির দাবি, অয়নের বাবা সদানন্দ শীলের দুটি অ্যাকাউন্ট ও মা অমিতা শীলের একটি অ্য়াকাউন্ট তাঁদের তালিকায় আছে।
ইডি এর আগে আদালতে জানিয়েছে, মা-বাবার অ্যাাকাউন্ট ব্যবহার করে বিপুল অঙ্কের লেনদেন করতেন অয়ন শীল। নগর-দায়রা আদালতের বিচারক ইডির কাছে জানতে চান, কেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এখনও। এরপরই তাঁদের তলব করে ইডি।
আরও পড়ুন: রাজু ঝাঁ হত্যাকাণ্ডে ১৯ দিন পর প্রথম সাফল্য, পানাগড় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার
ইডি আগেই জানিয়েছিল, অয়নের হিসাব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে ওএমআর বিকৃত করার কাজও করতেন বলে তদন্তে দাবি করে ইডি। ইডির তদন্তে উঠে এসেছে, যোগ্য প্রার্থীদের ওএমআর শিটে ঠিক উত্তরের পাশে ভুল উত্তর চিহ্নিত করা হত। তাঁদের নম্বর কমিয়ে দেওয়া হত। আবার ফাঁকা উত্তরপত্র সঠিক উত্তর লিখে দিতেন তাঁরা। ইডি জানিয়েছে, ওএমআর শিটে সঠিক উত্তর দিলেও তা বিকৃত করতেন অয়ন শীলের লোকার।