এবার সিবিআই দফতরে হাজিরা ববিতা সরকারের (Babita Sarkar)। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান মামলাকারী তিনি। ববিতাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা (CBI)।
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি নিয়োগের অভিযোগ উঠেছে। তাঁর মামলাতেই স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতাকে। দুই কিস্তিতে ৪১ মাসের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: 'অর্জুন সিংকে দল বাড়াতে আনা হয়েছিল, পালিয়ে গেলেন', কটাক্ষ দিলীপ ঘোষের
২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। ২০১৭ সালে পরীক্ষার ফল আসে। অভিযোগ, SSC-এর প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। ২০ নম্বরে নাম ছিল অঙ্কিতার। এরপর নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হয়। সেখানে একধাপ নেমে ২১ নম্বরে নেমে আসে ববিতার নাম। পরে দেখতে পান, মেধাতালিকায় এক নম্বরে আছে অঙ্কিতার নাম। সেখান থেকেই লড়াই শুরু করেন ববিতা।