অবশেষে জট কাটল। বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo Oath) শপথগ্রহণ নিয়ে হস্তক্ষেপ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Assembly Speaker)। বুধবার শপথ নেবেন বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী। বেলা ১২টা নাগাদ বিধানসভার নৌশাদআলি কক্ষে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় (Deputy Speaker)। এর আগে দুবার রাজ্যপালের অনুমোদন না পেয়ে শপথগ্রহণ পিছিয়ে যায় বাবুল সুপ্রিয়ের।
গত ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। ফল ঘোষণা হয় ১৬ এপ্রিল। এরপর থেকে বাবুল সুপ্রিয়ের শপথ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূমিকা সদার্থক ছিল না বলে দাবি তৃণমূল কংগ্রেসের। প্রথম দফায় শপথ গ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চান। রাজ্যপালের এই ভূমিকার কড়া নিন্দা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরিষদীয় দফতরের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় রাজ্যপালকে। তাদের আপত্তিতে অবশেষে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠের অনুমতি দেন রাজ্যপাল। কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন আশিস বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অবশেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠের অনুরোধ করেন।
আরও পড়ুন: রাজ্যসভায় ডোনা? সংবাদমাধ্যমের তৈরি জল্পনা, দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
তৃণমূলের অভিযোগ, বিধানসভার স্পিকারের ওপর রাগ দেখিয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন রাজ্যপাল। কিন্তু গত এক সপ্তাহ বাবুল সুপ্রিয়ের শপথ নিয়ে আশ্চর্যরকম ভাবে নিশ্চুপ রাজভবন। তাই তাড়াতাড়ি শপথগ্রহণ অনুষ্ঠান শেষ করার জন্য ডেপুটি স্পিকারই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন।