শিশুমৃত্যুকে কেন্দ্র তুলকালাম আরজি কর হাসপাতাল। ৫ দিনের ওই শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেই খবর। এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ওই আঘাতের জেরেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। তবে এখনও কিছু জানাতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিবারের অভিযোগ, গত ২৮ অক্টোবর প্রসূতিকে ভর্তি করা হয় হাসপাতালে। ৩১ অক্টোবর ভূমিষ্ঠ হয় ওই সদ্যোজাত। পরিবারের সদস্যদের সিজারের আবেদন না মেনে নর্মাল ডেলিভারি করা হয় বলেও অভিযোগ। পরিবারের সদস্যদের অভিযোগ, ডেলিভারির সময়ই টানাটানি করতে গিয়ে নবজাতকের মাথায় আঘাত লাগে। ওই আঘাতের জেরেই মৃত্যু হয় শিশুটির। এরপরেই জনরোষ আছড়ে পড়ে হাসপাতালে। এর মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। ঘটনাস্থলে এসেছে পুলিশও। পরিবারের দাবি একটাই, দোষী চিকিৎসকের শাস্তি হোক।
আরও পড়ুন- Canning News: স্বামীর পরকিয়ার প্রতিবাদ করেছিলেন, অশান্তির জেরে প্রাণ খোয়ালেন মহিলা