দুর্গাপুজোর মেজাজ চেনা ছন্দে ফিরছে ধীরে ধীরে। পঞ্চমীতেও কলকতার রাজপথে চোখে পড়ার মতো ভিড় দেখা গেল। উত্তর, দক্ষিণ, মধ্যে কলকাতা সব দিকেই নেমেছিল মানুষের ঢল। বাঘাযতীন শ্যামাপল্লির শ্যামা সংঘ এবারে এক অভিনব থিম তুলে ধরেছে দর্শনার্থীদের জন্য।
আসলে এই কলকাতা চলে মফস্বল গ্রামের অসংখ্য মানুষের রক্ত জল করা পরিশ্রমে। ক্যানিং, সোনারপুর, বারুইপুর থেকে শুরু করে নদিয়া , মুর্শিদাবাদ থেকে অনেক নির্মাণ শ্রমিক, কাজের দিদিরা রোজ এসে মিশে যান শহরের অলিতে গলিতে।
সেই নির্মাণ শ্রমিকরা কলকাতায় কীভাবে এসে থাকেন, বাসা ভাড়া করে, কোনও কর্মে মাথা গোঁজার ঠাঁই করেন সেই ছবিই ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে। এবছর তাঁদের থিমের নাম ‘নেপথ্যে’
শহরে ঠিকা শ্রমিক, নির্মাণ শ্রমিক, অন্যান্য শ্রমিকদের বেঁচে থাকা, তাঁদের ঘর সংসার, ঘরের অবস্থা, কোনওক্রমে বেঁচে থাকার যে চেষ্টা সবই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। রান্নাঘর, ঠাকুর ঘর, বেডরুম বলে আলাদা কিছু নেই তাঁদের। একই সঙ্গে মিলেমিশে থাকাই সব।
এই সমস্তটাই মানানসই নেপথ্য সংগীত আর আলোর জন্য আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। সেই জগতের মানুষগুলোকে হয়ত আমরা দেখি , কিন্তু তাঁরা কীভাবে বেঁচে থাকেন আমাদের জানা নেই। এমনই অভিনব এক ভাবনায় কলকাতাবাসীকে চমকে দিয়েছে বাঘাযতীন শ্যামাপল্লির শ্যামা সংঘ।