বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরির গ্রেফতারের পরই তাঁর ফাঁসির দাবিতে সই সংগ্রহে নামলেন এলাকাবাসী। তাঁদের দাবি, মূল অপরাধী সত্যেন্দ্রকে ছাড়া যাবে না। তাঁকে ফাঁসি দিতে হবে।
শুক্রবার সকালে বাগুইআটি জোড়া খুনের মূলচক্রী সত্যেন্দ্র গ্রেফতার হওয়ার পরই, কান্নায় ভেঙে পড়েন মৃত পড়ুয়া অতনুর মা। সত্যেন্দ্রর ফাঁসি চান, অতনুর মায়ের গলায় রাগ-ক্ষোভ-হাহাকার!
আরও পড়ুন- Baguiati murders' suspect Satyendra arrested: বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্র গ্রেফতার
নিহত অতনু-র মা বলেন, "ওর ফাঁসি চাই। আমার অতনুকেও ওই ভাবে মেরেছে। আমার অতনু কী দোষ করেছিল। আমার বড় আদরের ছেলে, আমার একমাত্র ছেলে, বড় আদরের ও।"
প্রসঙ্গত, বাগুইআটির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে হত্যার ঘটনার মূল চক্রী সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। বুধবার মামলায় তদন্তভার হাতে পেয়ে বৃহস্পতিবার থেকেই তদন্তে নামে সিআইডিও। সত্যেন্দ্র বারবার তাঁর সিম কার্ড বদলানোয় তিনি ঠিক কোথায় আছেন, প্রাথমিকভাবে নাগাল পেতে সমস্যা হচ্ছিল। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।