'রাম রাম' স্লোগানের পাল্টা 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে ২২ শে জানুয়ারির সকালে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়।
Ram Mandir Inauguration : রঙিন ফুলের বাহারি সাজ, রামমন্দির চত্বরে শুরু হয়েছে অতিথি সমাগম
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ২২ তারিখ একাধিক পরীক্ষা রয়েছে তাই কোনও রাজনৈতিক অনুষ্ঠান, সভা কিংবা রামমন্দিরের স্ক্রিনিং দেখানো যাবে না বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ক্যাম্পাসের গান্ধী ভবনের সামনে রামমন্দিরের স্ক্রিনিং করতে আসায়, বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন বাধা দেয়। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুরু হয় মারধর, ধস্থাধস্তি। অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য অমিতাভ দত্ত। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সিকিউরিটি হেড মুকুল চন্দ্র দাসের।