বড়দিনে রেলের বড় উপহার। রবিবার হাওড়ায় এল দুরন্ত গতির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে প্রথম যাত্রা শুরু করবে বন্দে ভারত। মাত্র সাত ঘণ্টায় হাওড়া থেকে জলপাইগুড়ি পৌঁছে যাবে এই ট্রেন। এই ট্রেনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রবিবার দুপুরে হাওড়ার ডিআরএম মণীশ জৈন-সহ পূর্ব রেলের অতিরিক্ত কর্তারা ট্রেনটি পরিদর্শন করেন। ট্রেনটির খুঁটিনাটি বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারদের থেকে খোঁজখবর নেন তাঁরা। নীল-সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতির ট্রেন সপ্তাহে ৬ দিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাবে।
আরও পড়ুন: জন্মদিনে প্রকাশ্যে 'ম্যায় অটল হুঁ'-এর পোস্টার, বাজপেয়ীর লুকে চেনা দায় পঙ্কজকে
এখনও পর্যন্ত অন্যান্য ট্রেনে জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগে ১২ ঘণ্টা। এই ট্রেন সপ্তাহে ৬ দিন চললে, উত্তরবঙ্গ বাসীর অনেকটাই সুবিধা হবে। ৪ ঘণ্টা আগে পৌঁছে গেলে পর্যটনের বাজারও ভাল হবে বলে মনে করা হচ্ছে।