আনিস খানের মৃত্যুর (Anis Murder Case ) প্রতিবাদে গর্জে উঠল কলকাতা বইমেলায় চত্ত্বর। রবিবার কলকাতা বইমেলার ৯ নম্বর গেট সংলগ্ন লিটিল ম্যাগাজিন স্টলের সামনে এই বিক্ষোভে সামিল হয় কৃষক ঐক্য মঞ্চ। জন আন্দোলন ও কৃষক ঐক্য মঞ্চের তরফ থেকে বিক্ষোভ দেখানো হল ছাত্রনেতা আনিস খান হত্যার প্রেক্ষিতে।
প্ল্যাকার্ড হাতে, গান গেয়ে স্লোগান দিয়ে ছাত্রনেতার হত্যার তদন্ত দাবি করে বিক্ষোভ জানানো হল বইমেলায়।
বিক্ষোভকারীদের দাবি, আনিস খানকে তার বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। অবিলম্বে আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবি করেছেন বিক্ষোভকারীরা।