ভারতীয় জনতা পার্টির (Bjp) ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধের (Bangla bandh) কোনও প্রভাব পড়ল না রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে (Nabanna)। সপ্তাহের প্রথম দিনে নবান্নের হাজিরা বাকি দিন গুলির মত বলে সরকার সূত্রে দাবি করা হয়েছে।
রবিবার রাজ্যের পুর-ভোটে সরকারি সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। সেই বন্ধ মোকাবিলা করতে প্রায় সঙ্গে সঙ্গেই সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে স্পষ্ট করা হয়েছিল, সরকারি দফতরে আজকের দিনে কোনও ছুটি মঞ্জুর করা হবে না। উপস্থিতি হবে বাধ্যতামূলক। কারণ ছাড়া ছুটি নিলে শো-কজ করা হবে। চাকরি জীবন থেকে বাদ যেতে পারে একদিন। কাটা যেতে পারে সেই দিনের বেতনও।
আরও পড়ুন : বিজেপির ডাকা বন্ধে বিক্ষিপ্ত অশান্তি বড়বাজার, হাজরা, মেচেদায়
বাংলা বন্ধকে কার্যত উপেক্ষা করেই সকাল থেকে নবান্নে কাজ হয়েছে স্বাভাবিক ছন্দে। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে কোনও প্রভাব নেই শিল্পতালুক ও অনান্য দফতরগুলিতেও।