পুজো আসছে, শুধু এই শব্দ দুটো পাশাপাশি বসলেই যেন ম্যাজিক ঘটে যায় বাঙালির মনে। শরতের মেঘ, কাশ-শিউলি সব মিলিয়ে গোটা প্রকৃতিতেই উৎসবের আমেজ, সব মলিনতা ধুইয়ে যাওয়া। এবার পুজোর সাজে সাজল কলকাতার নামের সাথে সমার্থক হয়ে যাওয়া আইকনিক হাওড়া ব্রিজ।
পোশাকি নাম রবীন্দ্র সেতু। তবে লোকের মুখে মুখে এখনও হাওড়া ব্রিজই। সেই হাওড়া ব্রিজে এই প্রথমবার আঁকা হল আল্পনা। লম্বা সেতুজুড়ে সেই আল্পনা এখন কলকাতাবাসীর কাছে দৃশ্যসুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল একগুচ্ছ রঙিন ছবির।
Durga Puja Fashion-Hakoba: প্যাচপ্যাচে গরম! এই পুজোয় আস্থা রাখুন হাকোবা ফ্যশনে
আগমনীর সুর যেন আরও কাছে এল। আল্পনার রং লাগল কলকাতার বুকেও। শারদীয়ার এই আমেজই শত অন্ধকারের মধ্যে আলো জ্বালাক এ শহরের বুকে।