ইদের দিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে রিজওয়ানুর রহমানের (Rijiwanur Rahman) বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রিজওয়ানুরের মা ও দাদা রুকবানুর রহমান ও পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে ইদ উপলক্ষে রেড রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসেন মুখ্যমন্ত্রী। এরপরই সেখান থেকে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে যান তিনি। বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। প্রায় ৩ বছর পর রিজওয়ানুরের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে সবাইকে ইদের শুভেচ্ছা জানান তিনি। প্রায় ২৫ মিনিট রিজওয়ানুরের বাড়িতে সময় কাটান মমতা ও অভিষেক।
আরও পড়ুন: রেডরোড থেকে ইদের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর
প্রসঙ্গত, ইদের দিন সকালে ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ইদের উৎসব পালন করবেন না তিনি। ইদের দিন শোকাহত পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। এরপরই রেড রোড থেকে রিজওয়ানুর রহমানের বাড়িতে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধার হয়। বাম আমলে রিজওয়ানুর রহমানের মৃত্যু নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। রিজওয়ানুর রহমানের মা সরকারের কাছে ইনসাফ চান। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে, রিজওয়ানুরের মৃত্যুর সময়ও, পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ। সেই সময় বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের হয়ে পথে নেমে সিবিআই তদন্তের আবেদন করেন তিনি। আনিসের ঘটনাতেও তার পরিবারের দাবি, সিবিআই তদন্ত হোক। রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছে।